October 5, 2022

রাশিয়া দাবি করেছে ইউক্রেনের আরো একটি শহর দখল করেছে তারা। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ-নভোস্তির বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ান সৈন্যরা বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনের ইসইউম শহর দখলের দাবি করেছে।

তবে এই দাবী নাকচ করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী । ইউক্রেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা লিউদমিলা দোলহোনভস্কা বলেছেন, ইসইউমে এখনও যুদ্ধ চলছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইসইউম শহরে রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এর পর শহরের প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার শহরটির যে ভিডিও ও ছবি এসেছে তাতে— ব্যাপক ধ্বংসযজ্ঞ, বোমায় ধ্বংস হওয়া ভবন এবং সড়কে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের ইসইউম শহরটি খারকিভ এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা লুহানস্ক এবং দোনেতস্কের মধ্যে অবস্থিত।

বার্তাবাজার/এম আই

Leave a Reply

Your email address will not be published.