
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগের নৌকা এমনিতেই ফুটো হয়ে গেছে। কাঠের তালি দিয়েও এ নৌকা চালাতে পারবেন না।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অল্প পানিতে আপনারা হাবুডুবু খাচ্ছেন। আর এ অল্প পানিতে আওয়ামী লীগের পতন হয়ে যাবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রিজভী বলেন, আজ জনগণ বুঝতে পারছে দেশে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখান থেকে মুক্তভাবে শ্বাস নিতে হলে অবৈধ সরকার যারা সারা দেশকে লুট করছে, হরিলুট করছে, তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।
বার্তাবাজার/জে আই