
সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লাগামহীন দূর্নীতির প্রতিবাদে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী কোর্ট চত্বর থেকে শুরু হয়ে কলাতলা হাউজিং এলাকায় গিয়ে এ বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন বলেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের বিক্ষোভ মিছিল বন্ধ করা যাবে না। যত বাধাই আসুক আমরা সামনে এগিয়ে যাবোই। দেশে তৈল, চালের যে দাম বাড়ানো হচ্ছে তাতে শুধু আওয়ামী লীগের মন্ত্রীরাই বেঁচে থাকতে পারবে কারণ তারা সব বিষয়ে দূর্নীতি করে আসছে। আর যারা মধ্যবিত্ত লোক আছে তারা টিসিবির পন্য না পেয়েও লম্বা লাইনে দাড়িয়ে থাকে কম টাকায় পন্য কেনার আশায়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল আমিন হাওলাদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেল্লাল হোসেন, একেএম কলেজ সভাপতি সাইদি সহ পটুয়াখালী জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নয়ন/বার্তাবাজার/এ.আর