
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগে নতুন কর্মী সম্পৃক্ত করার ক্ষেত্রে নিকট অতীতের রাজনৈতিক পরিচয় এবং পরিবারের রাজনৈতিক অবস্থা যাচাইয়ের। কারণ একজন নতুন কর্মী আমাদের নেতাদের সমর্থন দিচ্ছেন এজন্য সে যে ধোয়া তুলশিপাতা এমনটা ভাবা যাবে না। শুক্রবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামী দিনে যাতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে পারি সেজন্য পঞ্চগড় সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থকে দলীয় স্বার্থ হিসেবে ব্যবহার করা যাবে না। নেতৃত্ব নির্বাচন করবেন দলের কাউন্সিলররা। অতীতে যে প্রক্রিয়ায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতা নির্বাচিত হয়েছেন এবারও এর ব্যতিক্রম হবে না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কোনো নির্দেশনা থাকলে সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে।
দীর্ঘদিন পর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/জে আই