
ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্মের উপর ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিন উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা রানা, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক আবু শহিদ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন।
রাকিবুল/বার্তাবাজার/এ.আর