October 5, 2022
ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী প্রমুখ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক পদ্ধতিতে শিক্ষা বিস্তারের মাধ্যমে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে বক্তারা জানান।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের আজকের এই দিনে (২২ মার্চ) ইসলামের প্রচার-প্রসারের লক্ষে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশবলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ২৮ মার্চ ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট প্রণীত হয়।
রাকিবুল/বার্তাবাজার/এ.আর

Leave a Reply

Your email address will not be published.