ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার আরো একবার ভবিষ্যতেদ্রষ্টা হিসেবে হাজির হলেন! এই মহাবিশ্বে যা ঘটবে, তার আগাম অনুমান বহু আগেই করে ফেলেন জোফ্রা আর্চার! এমনটাই জেনে এসেছেন ক্রিকেট ফ্যানরা। রাশিয়া-ইউক্রেন ভয়ঙ্কর যু’দ্ধের কথা আজ থেকে ৮ বছর আগে জানতেন ইংল্যান্ড পেসার!
গত ২০১৪-তে করা আর্চারের যু’দ্ধ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী ফের মিলে গেল। তাঁর সেই পুরনো টুইট ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এই অশান্তির আবহে। ২০১৪ সালে আর্চার লিখেছিলেন ‘কাম অন রাশিয়া!’ মানে এগিয়ে চল রাশিয়া।
ক্রিকেট ফ্যানরা ধরেই নিচ্ছেন যে, ভ্লাদিমির পুতিনের রাশিয়া যে ভোলোদিমির জেলেনস্কির ইউক্রেনের ওপর আক্রমণ চালাবে, তাও আর্চার জানতেন। এ ঘটনাচক্রে টুইটারে এমন কিছু ফ্যান রয়েছেন যাঁরা, আর্চারের অতীতের করা যে কোনও বিষয়ের টুইটকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেন। এবং ফ্যানদের দৌলতেই আর্চার ক্রিকেটার থেকে হয়ে গিয়েছেন ভবিষ্যদ্রষ্টা।
এদিকে চোটে জর্জরিত আর্চার আসন্ন আইপিএল খেলবেন না জেনেও ৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পাঁচবারের ও সর্বোচ্চবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সূত্র- জি২৪ঘন্টা।
The post আর্চারের ৮ বছর আগে রাশিয়া-ইউক্রেন নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে গেল! appeared first on bd24report.com.