দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রভা এখন সিঙ্গেল আছেন। নিজেই জানিয়েছেন তার এই একা থাকার খবর। ইনস্টাগ্রামে একটি লাল পোশাকের ছবি পোস্ট করে এই অভিনেত্রী জনপ্রিয় এক ক্যাপশন জুড়েছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন ‘পৃথিবীর দুটি জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম আর লাল জামা।’ কিন্তু ক্যাপশনের শেষে অভিনেত্রী নোট জুড়ে দিয়েছেন। যে নোটে জানিয়েছেন, আমি সিঙ্গেল। সঙ্গে আছে হাসির ইমোজি।
এর আগে ২০২০ সালে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে প্রভা জানিয়েছিলেন, আপাতত বিয়ের পরিকল্পনা নেই তার। তবে বলেছিলেন, সময় বলে দেবে। তার মানে, ভবিষ্যতে ফের বিয়ের সানাই শুনতে পারেন ভক্তরা। এ সম্ভাবনা তো রইলই।
গত ২০১০ সালে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন সাদিয়া জাহান প্রভা। সেই সম্পর্ক ভেঙ্গে যায় ব্যক্তিগত ভিডিও প্রকাশের জেরে। এরপর ফের বিয়ে করেছিলেন এই অভিনেত্রী, সেই সংসারও বেশিদি স্থায়ী হয়নিন।
The post আমি এখন সিঙ্গেল: প্রভা appeared first on bd24report.com.