আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে। সামনের ৪৮ ঘণ্টায় সাকিবের টেস্ট খেলার সিদ্ধান্ত জেনে যাবে বিসিবি। দুদিনের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসারও কথা রয়েছে সাকিবের। সেখান থেকেই আসবে সিদ্ধান্ত।
বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ সোমবার চট্টগ্রামে বলেছেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল যে ৬ মাসের জন্য টেস্ট খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছে। কিন্তু সেটা আইপিএল নিলামের আগে। এরপরে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল যে সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে।’
তিনি আরও বলেন, ‘এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সে বলেছে এই সিরিজের পরই বোর্ড সভাপতির সঙ্গে বসবে। বসে তার পরিকল্পনা জানাবে।’
এবার সাকিবের জন্য বিসিবি আরও গভীরে যাবে। বিসিবি এবার তার কাছ থেকে এক বছরের পরিকল্পনা জানতে চাইবে। জালাল ইউনুস যোগ করেন, ‘শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ না, সব বিষয়ই সাকিবের কাছে থেকে জানতে চাইবো। আমরা তার কাছে এক বছরের পরিকল্পনা চাইবো।’
তিনি আরও বলেন, ‘এটা (বিসিবি) তো সেই ধরণের সংস্থা না। দয়া করে তাদেরকে আমাদের এমপ্লয়ি হিসেবে কনসিডার করবেন না। তারাও ক্রিকেটের একটি স্টেকহোল্ডার। হ্যাঁ, চুক্তি অনুযায়ী বাইন্ডেড থাকে। তবে সব জায়গায় আমরা কঠোর থাকি তা তো না। সমস্যা থাকলে বলতেই পারে। সিদ্ধান্তটা হলো আমাদের, যে আমরা কিভাবে নিবো। সে যদি চায় নির্দিষ্ট সময় টেস্ট খেলব, সেই স্বাধীনতা কি তার নাই? বলতে পারে। আগে দেখি সে কি জানায়।’
এ সময় জালাল ইউনুস বলেন, ‘আপনারা নিউজ করেছেন যে টেস্ট ম্যাচ সে খেলতে চাচ্ছে না। আবার আমরা জানি টেস্ট ম্যাচ সে খেলতে চায়। সে কতগুলো টেস্ট ম্যাচ খেলবে, পরিকল্পনাটা কি, সেটা আমরা জানতে চাচ্ছি। সেটা পরিস্কার করুক আমাদের কাছে। ওয়ানডে সিরিজের পর আমরা জানতে পারবো।’
The post আমরা সাকিবের কাছে এক বছরের পরিকল্পনা চাইবো: জালাল appeared first on bd24report.com.