
আনোয়ারায় ১৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (৬ মার্চ)উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হকের নেতৃত্বে মালঘর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেন তিনি।
অভিযানে উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, জেলি মিশ্রিত মাছ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিছু অসাধু ব্যবসায়ী মাছে জেলি মিশিয়ে বাজারজাত করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সুমন/বার্তাবাজার/এম.এম