
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মনু মিয়ার দিঘির পাড় এলাকা থেকে বিষপানে অচেতন অবস্থায় আনুমানিক ৫৫বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, মনু মিয়ার দিঘির পাড় এলাকায় অচেতন অবস্থায় ওই লোকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আনোয়ারা হাসপাতালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে লোকটি বিষ পান করেছে। পরে আমি চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছি।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, রাত সাড়ে ৭ টায় কয়েকজন লোক অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসায় তার জ্ঞান ফিরলেও লোকাট কথা বলতে পারছেনা। লোকটি বিষ পান করেছে। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
সুমন/বার্তাবাজার/এম.এম