
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের আন্তর্জাাতিক ক্যাম্পে অংশগ্রহন করতে এক সপ্তাহের সফরে ভারতীয় ১০ জনের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রবেশ করেছেন।
শনিবার (৬ আগস্ট) দুপুরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এশিয়ান টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নুরুন্নবী ভূইয়া,এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবির,আমাদের নতুন সময় আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, ভোরের কাগজে জুটন বনিক, দেশবাংলার আখাউড়া প্রতিনিধি আশীষ সাহা,মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশাররফ হোসেন কবির,আমাদের বাংলার ইসমাইল হোসেন সহ আখাউড়া উপজেলার বেশ কিছু সাংবাদিক।
প্রতিনিধি দলে রয়েছেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের সাধারন সম্পাদক ড. সুজিত রায়, ডা: কনক চৌধুরী, বীরবর দেবনাথ, আংশুমান দাসগুপ্ত, রাজন চৌধুরী, স্পোর্টস কোচ দেবপ্রিয় দাস প্রমুখ।
ভারত প্রতিনিধি দলের প্রধান ড. সুজিত রায় জানান, রাজধানী ঢাকায় আগামীকাল ৭ই আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত টানা ৫দিন আন্তর্জাাতিক টেনিস ক্যাম্প হবে।
এই ক্যাম্প উদ্বোধন করবেন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের উপদেষ্ঠা আশিকুর রহমান নিকু, আবু সাইদ মো: হায়দার প্রমুখ। প্রতিনিধি দলটি আগামী ১২ আগষ্ট আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফিরবেন।
হাসান/বার্তাবাজার/এম.এম