চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার নয় জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ।
এদিকে, রায় পাওয়ার পর বিকেলেই এফডিসিতে আসেন জায়েদ। কিন্তু সমিতিতে প্রবেশ করতে পারছিলেন না। কারণ সেখানে তালা দেওয়া। মাঝে আপিল বোর্ডের ঘোষণায় জয়ী ঘোষিত নিপুণ সেখানে নতুন তালা লাগিয়েছিলেন।
এফডিসিতে গিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন জায়েদ খান। সমিতি ও রায় সম্পর্কিত অনেক কথা বলেন। এক পর্যায়ে জানতে পারেন, সমিতির কার্যালয়ের তালা খোলা হয়েছে। এরপর তিনি শিল্পী সমিতিতে প্রবেশ করে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন। জায়েদ জানালেন, আজ থেকেই তিনি নিজের কার্যক্রম শুরু করেছেন।
এ সময় জায়েদ খানের সঙ্গে ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুনা বিশ্বাস, তরুণ চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
The post অবশেষে শিল্পী সমিতির চেয়ারে বসলেন জায়েদ খান appeared first on bd24report.com.