শেষ ওয়ানডে ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আফগানদের সামনে লক্ষ্য এখন ১৯৩। এ লক্ষ্য নিয়ে ব্যাট করছে আফগানরা।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরুটা দারুণভাবে করে আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয় টাইগার বোলারদের। উদ্বোধনী জুটিতে অর্ধশতক পূর্ণ করে আফগানিস্তান। শতকের দিকেই এগিয়ে যাচ্ছিল এই জুটি।
তবে ১৬তম ওভারে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। সাকিবের বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন রিয়াজ। এর ফলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৪৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৫ রান করে ফিরেন রিয়াজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৭ রান। জয়ের জন্য প্রয়োজন ১০৬ রান।
The post অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ appeared first on bd24report.com.