September 28, 2022

এইচ এম ইমরান, নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা। শুক্রবার(১৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।

প্রতিবারের মতোই এ বছরও কুমার নদীতে দেওয়া হয়েছে প্রতিমা বিসর্জন। মূলত হিন্দু ধর্মীয় উৎসবের অংশ হলেও নদীর পাড়ের প্রতিমা বিসর্জন পরিণত হয়েছিল একটি সার্বজনীন উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে যোগ দেন। এসময় নদীর পাড়ে হাজার হাজার মানুষের সমাবেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন-মেলায় রূপ নেয়।
শুক্রবার বেলা ১টা থেকেই বিভিন্ন স্থান থেকে প্রতিমা আসতে শুরু করে কুমার নদী পাড়ে। প্রতিমার সঙ্গে ঢাক-ঢোলের তালে তালে, রং মেখে, নাচ-গান করতে করতে অংশ নেন হাজার হাজার মানুষ। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার শেষ আনুষ্ঠানিকতা বিসর্জনে নদীর পাড় মানুষে ভরে ওঠে। যে দিকে চোখ যায় মানুষ আর মানুষ। এই উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষই নয়, ভিড় করেছিলেন মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানরাও।

শৈলকুপা থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধায় কুমার নদীর ব্রীজের পাশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

The post শৈলকুপায় শেষ হলো শারদীয় দূর্গাৎসব appeared first on শৈলবার্তা.

Leave a Reply

Your email address will not be published.