October 2, 2022

জাতীয় দলের হয়ে এই পর্যন্ত অনেকবার নিজেকে প্রমাণ করেছেন সোহান। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ব্যর্থ তিনি। কাল বিকেলে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার ১৭ ঘণ্টা আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাকা হলো নুরুল হাসান সোহানকে।

শেষ মুহূর্তে বাংলাদেশ দলে সোহানকে আনা হয়েছে মূলত মুশফিকুর রহিমের চোটের কারণে। আজ বুধবার সকালে বাংলাদেশ দলের অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মুশফিক। ডান হাতে বুড়ো আঙুলে পাওয়া চোটের পাওয়া জায়গায় স্ক্যান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তখন বলা হচ্ছিল রিপোর্টে চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে অপেক্ষা করতে হচ্ছিল মুশফিকের খেলা বা না খেলা নিয়ে।

তার আঙুলের এই চোটের কারণেই মূলত সতর্কতার জন্য দলে টানা হয়েছে সোহানকে। ঢাকা পোস্টকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে তো বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আর আমাদের অতিরিক্ত উইকেটকিপারও তো একজন দরকার।’

The post শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলে ডাকা হলো সোহানকে appeared first on bd24report.com.

Leave a Reply

Your email address will not be published.