October 6, 2022

টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মা-বাবাকে নিয়ে বাজে মন্তব্য করায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিদ্যালয়ের দেয়ালে শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোষ্টারিং করেছে স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম হাবিবুর রহমান সংগ্রাম। তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে বিদ্যালয় ঘুরে বারান্দা, ক্লাস রুমের দরজাসহ পুরো বিদ্যালয়জুড়ে পোষ্টারিং দেখা গেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা মহলে বইছে আলোচনা-সমালোচনা ঝড়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, নানা সময়ে অসামাজিক ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শাসনের নামে বেধড়ক মারধরও করেন সংগ্রাম স্যার। তারা আরও জানায়, স্যারের এমন আচরণের প্রতিবাদও করতে পারি না। তিনি আমাদের ক্লাসেও অমানবিক নির্যাতন করেন। স্যারের এমন আচরণের প্রতিবাদে দেয়ালে পোষ্টারিং করা হয়েছে। তিনি প্রধান শিক্ষকের আস্থাভাজন হওয়ায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন।

এসব অভিযোগের বিষয়ে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, এসব বিষয় ফোনে কি বলব, আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না ও শুনেনি। স্কুল তো বন্ধ, এইমাত্র শুনলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম বলেন, প্রতিবাদ পোষ্টারিংয়ের বিষয়ে শুনলাম। শিক্ষার্থীরা মৌখিক বা লিখিত কোন অভিযোগ করলে ওই শিক্ষককের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসান/বার্তাবাজার/এম.এম

Leave a Reply

Your email address will not be published.