October 1, 2022

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও কাজ করছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সেই ধারাবাহিকতায় গতকাল নতুন একটি সিনেমার শুটিং শেষ করলেন তিনি। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া বহুল প্রশংসিত তামিল থ্রিলার ‘রাতসান’-এর রিমেক এটি।

শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মিশন সিন্ডারেলা’। তবে নামটি পরিবর্তন করতে পারেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, গতকাল ছিল সিনেমাটির শেষ শুটিং। দেরাদুনে শেষদিনের শুটিং করেছেন শাহরুখ-রাকুল। এছাড়া এর আগের লটের শুটিং করা হয়েছে মুসৌরিত। যেখানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এ প্রসঙ্গে রাকুল বলেন, ‘অসাধারণ একটি সিনেমায় অভিনয় করলাম। যদিও রিমেকে অভিনয় করা অনেক কঠিন। কারণ আগের চেয়ে ভালো কিছু দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সেই কথা মাথায় রেখে অভিনয় করতে হয়েছে। চেষ্টা ছিল নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। শুটিংয়ের সময় শাহরুখ খান বেশ সহযোগিতা করেছেন। অভিনয় করতে গিয়ে মনে হয়নি সুপারস্টারের সঙ্গে কাজ করছি। আশা করছি দর্শকরা আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।‘

উল্লেখ্য, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.