যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৬০ বোতল ফেনসিডিল সহ হেলাল উদ্দিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক হেলাল বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মৃতঃ মাহতাফ মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ভবেরবেড় গ্রামস্থ মেসার্স বেনাপোল ফিলিং ষ্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।