October 1, 2022

দক্ষিণী সিনেমার নায়িকা সঞ্জনা গালরানি ২০২০ সালে গ্রেপ্তার হয়েছিলেন । ভারতের চাঞ্চল্যকর মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার মুঠোফোন থেকে পর্ণ ভিডিও উদ্ধার করেছিল পুলিশ। এ বিষয়টি নিয়ে বেশ বিতর্কে জড়িয়ে পরেছিলেন এই নায়িকা। যদিও পরে জামিনে মুক্ত হয়েছিলেন তিনি।

বিতর্কিত এই নায়িকা এবার নতুন এক খবর দিলেন। মা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন নায়িকা নিজেই। তিনি এখন তিন মাসের অন্তঃসত্বা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন,‘সত্যি আমি শিশুদের খুব ভালোবাসি। এখন তিন মাসের অন্তঃসত্ত্বা আমি। এটাই আমার প্রথম সন্তান। আমার মধ্যে আরেকটি প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। আমাকে এখন খুব খেয়াল করে চলতে হবে। খুব বেশি প্রশান্তি অনুভব করছি আমি।’

প্রসঙ্গত, সঞ্জনার স্বামী একজন পেশায় ডাক্তার। ২০২০ সালে ডা. আজিজ পাশার সঙ্গে গোপনে বিয়ে করেন সঞ্জনা। তবে করোনার প্রকোপের কারণে সব ধরণের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকেন তারা। পরে বিয়ের অনুষ্ঠান করতে যতটাকা খরচ হতো তা হিসেব করে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের মধ্যে অর্থ বিতরণ করেন।

বার্তাবাজার/এম.এম

Leave a Reply

Your email address will not be published.