মহেশপুর প্রতিনিধিঃ
নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে’ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে গতকাল বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইচ চেয়ারম্যান আজিজুল হক আজা, সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিছুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছাসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ।