কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রাম থেকে লিমা বেগম (৪২) নামক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এলাকা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে গোঁপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় “ক” সার্কেল কুষ্টিয়া এর উপ-পরিদর্শক বেলাল হোসেনের এর নেতৃত্বে ৬ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী লিমা বেগম (৪২) নামক এক আসামীকে গ্রেপ্তার করে।অপর আসামি লিমা বেগমের স্বামী আব্দুল হালিম(৪৯) পরিস্থিতি দেখে পালিয়ে যায়।
আটককৃত গাঁজা ব্যবসায়ী লিমা বেগম ও স্বামী আব্দুল হালিমের নামে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ৩৬(১) ২৯(ক) ও ৪১ ধারায় অনুযায়ি ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬ তারিখ: ৭/১২/২১ একটি নিয়মিত রুজু করা হয়েছে।
The post ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on শৈলবার্তা.