প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুখবরটি জানিয়েছেন সিয়াম। তার স্ট্যাটাসটি সামনে আসতেই সিয়াম দম্পতিকে শুভেচ্ছা ভাসাচ্ছেন তার ভক্তরা।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা। এছাড়া আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি।
এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহুল আলোচিত ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মৃধা বনাম মৃধা’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ তার হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।