October 6, 2022

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার ভোট পাওয়ার জন্য বলেছিল দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে কিন্ত এই সরকার সকল নিত্য-পণ্যের দাম এমন ভাবে বাড়াচ্ছে সবকিছুর দাম এতো বেশি, বলা যায় আকাশ ছোঁয়া, যার ফলে দেশের মানুষের নাভিশ্বাস উঠছে।

সোমবার(২৮ ফেব্রুয়রি)বিকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সকার নয়- তাই এই সকার নিত্যপণ্যের দাম এমন ভাবে বাড়াচ্ছে।

নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য একের পর এক বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মূচির অংশ হিসেবে সিলেটে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

বার্তাবাজার/জে আই

Leave a Reply

Your email address will not be published.