ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ২২ ডিসেম্বর ুবুধবার সহায়ক কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক “কার্যনির্বাহী পরিষদ-২০২২-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্রাহাম লিংকন ও ফরিদ উদ্দিন পরিষদ যথাক্রমে ৬২ ও ৭৪ ভোট পেয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়। অপর প্রতিদ্বন্দী প্রার্থী জে.এম ইলিয়াস সভাপতি পদে পায় ৪৯ ভোট ও সাধারন সম্পাদক পদে মহসিন আলম পায় ৩৮ ভোট। সহায়ক কর্মচারী সমিতির ১৩টি পদেই আব্রাহাম লিংকন ও ফরিদ উদ্দিন পরিষদের সকলেই বিপুল ভোটে জয়লাভ করে। ক্যাম্পাসস্থ মমতাজ ভবনে সকাল ১০টা হতে ১টা পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ১২৬ জন ভোটারের মধ্যে ১২১ জন ভোটার ভোট দেয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব মোঃ আব্দুল মান্নান। সৃষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সহায়ক কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।