ঝিনাইদহের চোখ-
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝিনাইদহ। আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মজিবর রহমান, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহম্মেদ, মনোয়ার হোসেন মালিতাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহŸান জানান।
The post ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত appeared first on Jhenidaherchokh.