ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ হরিণাকুন্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর মনোনয়ন দলীয়ভাবে প্রদান করা হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলার ভায়নায় নাজমুল হুদা,
জোড়াদহে জাহিদুল ইসলাম,
তাহেরহুদায় আতিয়ার রহমান,
দৌলতপুরে শেরেগুল ইসলাম,
কাপাশহাটিয়ায় মশিউর রহমান জেয়ার্দার,
ফলসীতে নিমাই চাঁদ মণ্ডল,
রঘুনাথপুরে আবদুল কাদের এবং
চাঁদপুরে আজিজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

The post ঝিনাইদহ হরিণাকুন্ড ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা appeared first on Jhenidaherchokh.