ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামের আব্দুর রহিম (৬৫)। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান উপজেলার সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৩ ডিসেম্বর গুরুতর ভাবে আহত হন আব্দুর রহিম। প্রথমে তাকে কুষ্টিয়া হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ শনিবার সকালে মৃত্যু হয় তার। এ নিয়ে ওই ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতায় নিহত হলো মোট চার জন।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
The post ঝিনাইদহ শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু appeared first on Jhenidaherchokh.