সাইফুল ইসলাম, সাগান্না, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের ডহরপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ডহরপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও দুই দিন ব্যাপী রবিবার, সোমবার (১৬,১৭ জানুয়ারি ) ১৬ তম ঐতিহাসিক তাফসীরুল কোরাআন মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মকবুল হোসেন (আমিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মানুন, ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আবুল হোসেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হাজী রুস্তম আলী, ত্রিমহনী চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী,,বিশিষ্ট সমাজ সেবক ও চাউল ব্যাবসায়ী কামাল উদ্দিন, ডাক্তার মোশাররফ হোসেন, হাজী কাশেম সরকার প্রমূখ।
The post ঝিনাইদহ ডহরপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসায় ১৬ তম ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা appeared first on Jhenidaherchokh.