ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে উন্নয়ন সহায়তার (ভর্তূকি) আওতায় কৃষি যন্ত্র হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার দোড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামের হাতে এ হারভেষ্টার মেশিন তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বিশেষ অথিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোঃ মহাসীন আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি।
The post ঝিনাইদহ কোটচাঁদপুরে হারভেষ্টার মেশিন পেলো প্রান্তিক কৃষক appeared first on Jhenidaherchokh.