ঝিনাইদহের চোখ-
জেলার শৈলকূপা উপজেলায় মিজানুর রহমান মিঠু (৫০) নামের এক কৃষক নিখোঁজ হয়ছে। বুধবার (৩ নভেম্বর) নিখোঁজ ব্যক্তির ছোটভাই ঝন্টু তার সন্ধান চেয়ে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়ছে।
নিখোঁজ ব্যক্তিটি উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নে বাসিন্দা। নিখোঁজ মিঠুর সন্ধান চেয়ে তার স্ত্রী ও স্বজনরা প্রশাসনের কাছে বিশেষ ভাবে আকুতি জানিয়েছেন।
নিখোঁজ মিঠুর ছোট ভাই আনিচুর জামান ঝন্টু জানান, মিঠু গত সোমবার (১ নভেম্বর) রাতে খাবার খাওয়ার পর বাড়ির পাশের জয় বাংলা বাজারে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু রাত পেরিয়ে ভোর এলেও সে আর বাড়ি ফিরে আসিনি। তার ব্যবহার্য মোবাইল ফোনও বন্ধ। পরিচিত সকল আত্বীয়দের বাসায় খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নিখোঁজ মিঠুর বিষয়ে তার ছোট ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং নিখোঁজ ব্যক্তির উদ্ধারের বিশেষ প্রশাসন কাজ করছে।
The post ঝিনাইদহ কৃষক মিঠু নিখোঁজ/পরিবারের আকুতি appeared first on Jhenidaherchokh.