বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে এনামুল হাসান মাহিম (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী গত আট দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী মাহিম উপজেলার সিংগী গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
জানাজায়, গত ২ জানুয়ারি বিকালে মাদ্রাসায় আসার পর থেকে নিখোঁজ রয়েছে। আত্মীয়সহ সাম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় মাহিমের বাবা তরিকুল ইসলাম বাদি হয়ে গত ৭ জানুয়ারি কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন।
মাহিম কালীগঞ্জ বলিদাপাড়া কাশেমুল উলুম কওমী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ মাহিমের বাবা তরিকুল ইসলাম জানান, আমার ছেলে বেশ কিছু দিন ধরেই মাদ্রাসায় যাবে না বলে জেদ ধরেছিল। ঘটনার দিন আমি ঢাকাতে ছিলাম। আমার ছেলে মাহিম মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কিন্তু সে ঐদিন মাদ্রাসায় যায়নি।পরে আমরা অনেক স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।
এখন পরিবারের সবাই ছেলের জন্য মানুষিকভাবে ভেঙ্গে পড়েছে।
The post ঝিনাইদহ কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র মাহিম নিখোঁজ appeared first on Jhenidaherchokh.