ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম চলছে। ২য় দিনের মত সকাল থেকেই ঝিনাইদহ পৌরসভার দুটি কক্ষে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল থেকে টিকা নিচ্ছে শিক্ষার্থীরা।
জন্মনিবন্ধনের কপি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া টিকা কার্ডের মাধ্যমে টিকা নিতে পারছে তারা।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২য় দিনে বাজারগোপালপুর স্কুল এন্ড কলেজ ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে।
শিক্ষার্থীদের টিকাদান এই কর্মসূচী চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে। সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
The post ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত appeared first on Jhenidaherchokh.