ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মজিবর রহমান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
The post ঝিনাইদহে শেখ রাসেল’র জন্মবার্ষিকী উদযাপন appeared first on Jhenidaherchokh.