রানা আহম্মেদ অভি, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় রূপসা বাসের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে৷ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শেখপাড়া বাজারে দুঃখী মাহমুদ কলেজ সংলগ্নে ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় ৪ ঘটিকায় কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা বাস বেপরোয়া গতিতে ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ভ্যান চালক মাথায় গুরুতর আঘাত পায়। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে নেওয়া পথে রাস্তায় মৃত্যু ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার যোগীপড়া গ্রামের আজমত আলীর ছেলে আজিদ আলী। পরিবারের সদস্য এবং এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিক করেছেন।
The post ঝিনাইদহে দ্রুত গতির রূপসা বাস কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ appeared first on Jhenidaherchokh.