October 1, 2022

আফজাল হােসেন চাঁদ : সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুও পরপরই নিবন্ধন শ্লোগান সামনে রেখে শিশু জন্মের ৪৫দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মা, এনজিও প্রতিনিধি/সমাজকর্মী, ক্লিনিক মালিক, সাংবাদিক, শিক্ষক ও জন্ম ও মৃত্যু সনদ গ্রহণকারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, নিশ্চিন্তপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মোঃ আমিরুল কবীর। সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় অন্যান্যেও মধ্যে হাজিরবাগ ইউপি সচিব আবু সাঈদ, ইউপি সদস্য আতিয়ার রহমান, নির্বাসখোলা ইউপি সদস্য ওহেদ আলী, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য এসএম জাহাঙ্গীর, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় ৩০জন প্রবীণদের মাঝে রাতে আলো টর্চলাইট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.