September 28, 2022

ছবিতে কাজ করতে করতে ব্যক্তিগত জীবনও যে ফিল্মি হয়ে উঠতে পারে, তা প্রমাণ করলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। কথায় বলে, দূরত্ব বাড়লে ভালবাসা নাকি আরও গভীর হয়। করোনায় ঘরবন্দি থাকা স্ত্রী কারিনাকে একনজর দেখার জন্য স্বামী সাইফ আলি খান যা করেছে সেই কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন ‘করোনা যেন স্বামী, স্ত্রীর মধ্যে প্রেম আবারও জাগিয়ে তুলল।’

সদ্য কোভিডে আক্রান্ত হয়েছেন করিনা। মৃদু উপসর্গ থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বাবা রণধীর কাপুর। তবে চিকিৎসকের পরামর্শ মেনে ঘরবন্দি আছেন করিনা। এমনকী বিএমসি-র উদ্যোগে তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে দুই সন্তান তৈমুর, জেহ থাকলেও, আপাতত দূরেই রয়েছেন স্বামী সাইফ। কিন্তু এই পরিস্থিতিতে পাশে থাকতে না পেরে, তিনি যেন করিনাকে চোখে হারাচ্ছেন। স্ত্রীর এক ঝলক দেখার জন্য তিনি যা করলেন, তা দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

স্বামীর কীর্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন করিনা। ছবিতে দেখা গিয়েছে, করিনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের ছাদে উঠে পড়েছেন সাইফ। চারপাশে তার বডি গার্ড। ছাদে উঠে চা খেতে খেতেই করিনার ঘরের জানলার দিকে তাকিয়ে তিনি। মুহূর্ত ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে করিনা লিখেছেন, ‘করোনার দিনগুলিতে এ ভাবেই প্রেম করছি আমরা।
সাইফের ছেলেমানুষি, বন্ধুদের ভালবাসায় মন্দ কাটছে না কারিনার নিভৃতবাস। আরও একটি ছবিতে করিনা কয়েক টুকরো চকলেটের ছবি শেয়ার করেছেন। তার এই বন্দিদশায় বাদাম দেওয়া চকলেট পাঠিয়েছেন অনিল কাপুরের কন্যা রিয়া কাপুর এবং স্ত্রী সুনীতা কাপুর।প্রসঙ্গত, কারাণ জোহরের বাড়িতে ডিনার পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন কারিনা, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, সীমা খান। কোভিডবিধি অমান্য করে পার্টি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তারা। যদিও সমস্ত অভিযোগ, সমালোচনার চিন্তা সরিয়ে নিজের শরীরের যত্ন নিচ্ছেন বেবো।

Leave a Reply

Your email address will not be published.