লিপু খন্দকার, কুমারখালী :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোঁপুকুরিয়া গ্রামে ফারুক হোসেন পরিচালিত কিন্ডারগার্টেন স্কুল ‘মমতাজ মেমোরিয়াল একাডেমির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভার আয়োজন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানে সক্ষম শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাবু শিশির কুমার রায়।
এসময় সোঁপুকুরিয়া জামে মসজিদের সভাপতি ও ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপ্যাল হাফিজুর রহমান লিয়াকত এর সভাপতিত্বে ও নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মৃদুলা যুব উন্নয়ন সংস্থার পরিচালক ইকরামুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহিন, বিশিষ্ট কবি,গবেষক ও নাট্যকার সোহেল আমিন বাবু, কুমারখালী জে,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
The post কুমারখালীতে কিন্ডারগার্টেন স্কুল ‘মমতাজ মেমোরিয়াল একাডেমির’ শুভ উদ্বোধন appeared first on শৈলবার্তা.