ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে । নিহত রোজিনা খাতুন মহেশপুর উপজেলার চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, গৃহবধু রোজিনা ও তার স্বামী মহিদুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলে আসছিল। তারই জের ধরে গত রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী স্ত্রী মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রোজিনার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
The post কলহের জেরে ঝিনাইদহে স্বামীর লাঠির বাড়িতে স্ত্রীর নিহত appeared first on Jhenidaherchokh.