ঝিনাইদহের চোখ-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম।
বক্তারা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সাথে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমুল পর্যায়ের মানুষদের সচেতন করার আহŸান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়।
The post ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on Jhenidaherchokh.