ইসলামী বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় কর্মকর্তা সমিতির কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণ পূর্বে কর্মকর্তা সমিতির বিদায়ী সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান (মুকুট), বিদায়ী নির্বাহী সদস্য মোঃ গোলাম হোসেন ও অর্থ সম্পাদক মোঃ আব্দুল লতিফ প্রমুখ। আলোচনা শেষে লিখিত ভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়। এরপর নবনির্বাচিত ও বিদায়ী পরিষদের মধ্যে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। সভার শুরুতে ইসলামী বিশ^বিদ্যালয়ের যে সকল কর্মকর্তা ইন্তেকাল করেছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন অফিস প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।