September 28, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির একমাত্র কারণ আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। রবিবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও আমলারা দুর্নীতি করে ফুলেফেঁপে ঢোল হচ্ছে।স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়। কিন্তু বিচার হয় না। আজকে চাঁদপুরের ডিসি বলছেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে শিক্ষামন্ত্রীর পরিবারের লোক ৩৬৫ কোটি টাকা লোপাট করেছেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশকে আওয়ামী লীগ এমন অবস্থানে নিয়ে গেছে মানুষ বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাবার প্রয়োজন সেটাও কিনতে পারছে না। মানুষের নিরাপত্তাও নেই। আওয়ামী লীগ মানুষের স্পপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রের মোড়কে বাকশাল শাসন ব্যবস্থাই চালু করছে।

বার্তাবাজার/জে আই

Leave a Reply

Your email address will not be published.