বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের সেরা খেলোয়াড়দের মনোনয়ন তালিকা প্রকাশ করতে শুরু করেছে আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশি পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে সাকিব ছাড়াও আরও ৩ জন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।